এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬১
ঋতু-চক্র
৫৬
আজ তালের বনের করতালি কিসের তালে
পূর্ণিমা চাঁদ মাঠের পরে ওঠার কালে॥
না-দেখা কোন্ বীণা বাজে
আকাশ মাঝে,
না-শোনা কোন্ রাগ রাগিণী শূন্যে ঢালে॥
ওর খুসীর সাথে কোন্ খুসীর আজ মেলা মেশা,
কোন্ বিশ্ব-মাতন গানের নেশায় লাগল নেশা।
তারায় কাঁপে রিনি ঝিনি
যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগ্ল কি ওর মুগ্ধ ভালে॥
৫৭
নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগল।
বসন্তে সৌরভের শিখা জাগল।
আকাশের লাগে ধাঁদা
রবির আলো ঐ কি বাঁধা?
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগ্ল
শর্ষে ক্ষেতে ফুল হয়ে তাই জাগল।