পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১৬২

নীল দিগন্তে মোর বেদনখানি লাগ্‌ল।
অনেক কালের মনের কথা জাগল।
এল আমার হারিয়ে-যাওয়া
দূর ফাগুনের দখিন হাওয়া,
বুঝি এই-ফাগুনে আপনাকে সে মাগ্‌ল,
শর্ষে ক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল॥

৫৮

আঁধার কুঁড়ির বাঁধন টুটে
চাঁদের ফুল উঠেছে ফুটে॥
তার গন্ধ কোথায় গন্ধ কোথায় রে?
গন্ধ আমার গভীর ব্যথায়
হৃদয় মাঝে লুটে॥
 কখন যাবে স’রে,
আকাশ হ’তে পড়বে ঝ’রে।
ওরে রাখব কোথায় রাখব কোথায় রে?
রাখ্‌ব ওরে আমার ব্যথায়
গানের পত্রপুটে॥

৫৯

এ কী সুধারস আনে
আজি মম মনে প্রাণে॥