এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১৬৪
তাই প্রাণে কোন্ মায়া জাগে,
বারে বারে পুলক লাগে,
বারে বারে গানের মুকুল আপনি ধরে
কী আদরে॥
৬১
পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে।
যেন সিন্ধুপারের পাখী তারা
যায় যায় যায় চ’লে॥
আলোছায়ার সুরে
অনেক কালের সে-কোন্ দূরে
ডাকে আয় আয় আয় ব’লে॥
যেথায় চ’লে গেছে আমার হারা ফাগুন রাতি,
সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথী,
আলোছায়ায় যেথা
অনেক দিনের সে-কোন্ ব্যথা
কাঁদে হায় হায় হায় ব’লে॥
৬২
ফাগুনের সুরু হতেই শুকনো পাতা ঝরল যত
তারা আজ কেঁদে শুধায়
“সেই ডালে ফুল ফুটল কিগো?
ওগো কও ফুটল কত॥”