পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১৬৬

যা-কিছু সব গেছ ফেলে
খুঁজতে এলে (হৃদয়ে),
পথ চিনেছ চেনা ফুলের
চিহ্ন দেখে॥
বুঝি মনে তোমার আছে আশা
আমার ব্যথায় মিলবে তোমার বাসা।
দেখতে এলে সেই যে বীণা
বাজে কিনা (হৃদয়ে)
তারগুলি তার ধূলায় ধূলায়
গেছে কি ঢেকে॥

৬৫

এনেছ  শিরীষ বকুল আমের মুকুল
সাজিখানি হাতে ক’রে।
কবে যে সব ফুরিয়ে দেবে
চলে যাবে দিগন্তরে॥
পথিক তোমায় আছে জানা, কর্‌বনাগো তোমায় মানা
যাবার বেলায় যেয়ো যেয়ো বিজয় মাল। মাথায় পরে॥