পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৭৫
ঋতু-চক্র

৭৮

পাখী বলে, “চাঁপা, আমারে কও,
কেন তুমি হেন নীরবে রও॥
প্রাণ ভ’রে আমি গাহি যে-গান
সারা প্রভাতের সুরের দান,
সে কি তুমি তব হৃদয়ে লও?
কেন তুমি তবে নীরবে রও॥”
চাঁপা শুনে বলে, “হায় গো হায়,
যে আমার গাওয়া শুনিতে পায়
নহ নহ, পাখী, সে তুমি নও।”
পাখী বলে, “চাঁপা, আমারে কও,
কেন তুমি হেন গোপনে রও৷
ফাগুনের প্রাতে উতলা বায়
উড়ে যেতে সে-যে ডাকিয়া যায়,
সে কি তুমি তব হৃদয়ে লও?
কেন তবে হেন গোপনে রও॥”
চাঁপা শুনে বলে, “হায় গো হায়,
যে আমার ওড়া দেখিতে পায়
নহ নহ পাখী সে তুমি নও॥”