এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৭৭
ঋতু-চক্র
“পথভোলা এক পথিক এসেছি।
যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা
তপ্ত ধূলার পথে
যাব ঝরা ফুলের রথে—
তখন সঙ্গ কে ল’বি?”
“লব আমি মাধবী।”
“যখন বিদায়-বাঁশির সুরে সুরে
শুক্নো পাতা যাবে উড়ে;
সঙ্গে কে র’বি?”
“আমি র’ব, উদাস হ’ব ওগো উদাসী
আমি তরুণ করবী।”
“বসন্তের এই ললিত রাগে
বিদায় ব্যথা লুকিয়ে জাগে,
ফাগুন দিনে গো
কাঁদন-ভরা হাসি হেসেছি।
আমি পথভোলা এক পথিক এসেছি।”
৮০
মাধবী হঠাৎ কোথা হতে
এল ফাগুন দিনের স্রোতে
এসে হেসেই বলে “যাই যাই যাই”।