পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিনী।
১৭৮

পাতারা ঘিরে দলে দলে
তারে কানে কানে বলে
“ন। না না”
নাচে তাই তাই তাই॥

আকাশের তারা বলে তারে
“তুমি এসো গগন পারে
তোমায় চাই চাই চাই।”
পাতারা ঘিরে দলে দলে
তারে কানে কানে বলে
"না না না"
নাচে তাই তাই তাই॥

বাতাস দখিন হ’তে আসে,
ফেরে তারি পাশে পাশে,
বলে “আয় আয় আয়!”
বলে “নীল অতলের কুলে
সুদূর অস্তাচলের মূলে
বেলা যায় যায় যায়।”
বলে “পূর্ণ শশির রাতি
ক্রমে হবে মলিন ভাতি
সময় নাই নাই নাই।”