পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৭৯
ঋতু-চক্র

পাতারা ঘিরে দলে দলে
তারে কানে কানে বলে
“না না না”
নাচে তাই তাই তাই॥

৮১

ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে।
শুক্‌নো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে
সুরখানি ঐ নিয়ে কানে
পাল তুলে দিই পারের পানে,
চৈত্র রাতের মলিন মালা রইবে আমার সাথে॥
পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে,
পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চ'লে।
ঝরা যুঁথীর পাতায় ঢেকে
আমার বেদন গেলেম রেখে,
কোন্‌ ফাগুনে মিলবে সে যে তোমার বেদনাতে॥

৮২

তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো।
একই দখিন হাওয়ায় সেদিন দোঁহায় মোদের দুল দিল গো॥