এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রবাহিণী
১৮০
সেদিন সেতো জানেনা কেউ
আকাশ ভ’রে কিসের সে ঢেউ,
তোমার সুরের তরী, আমার রঙীন ফুলে কূল নিল গো॥
সেদিন আমার মনে হ’ল তোমার গানের তান ধ’রে
আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ’রে॥
গান তবু তো গেল ভেসে
ফুল ফুরালো দিনের শেষে,
ফাগুন বেলার মধুর খেলায় কোন্খানে হায় ভুল ছিল গো॥
৮৩
চৈত্র পবনে মম চিত্ত-বনে
বাণী-মঞ্জরী সঞ্চলিত
ওগো ললিতা॥
যদি বিজনে দিন ব’হে যায়,
খর তপনে ঝ’রে পড়ে হায়,
অনাদরে হ'বে ধূলি-দলিতা,
ওগো ললিতা॥
তোমার লাগিয়া আছি পথ চাহি,
বুঝি বেলা আর নাহি, নাহি।
বন-ছায়াতে তারে দেখা দাও,
করুণ হাতে তুলে নিয়ে যাও,
কণ্ঠহারে কর’ সঙ্কলিতা
ওগো ললিতা॥