পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১
গীতগান

১১

আমার যে-গান তোমার পরশ পাবে
থাকে কোথায় গহন মনের ভাবে॥
সুরে সুরে খুঁজি তা’রে
অন্ধকারে;
যে-আঁখি জল তোমার পায়ে নাবে
থাকে কোথায় গহন মনের ভাবে॥
যখন শুষ্ক প্রহর বৃথা কাটাই
চাহি গানের লিপি তোমায় পাঠাই।
কোথায় দুঃখ সুখের তলায়
সুর যে পলায়;
যে-শেষ বাণী তোমার দ্বারে যাবে
থাকে কোথায় গহন মনের ভাবে

১২

ওরে,আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে
দীপের মত গানের স্রোতে কে ভাসালে॥
যেনরে তুই হঠাৎ বেঁকে
শুকনো ডাঙায় যাসনে ঠেকে,
জড়াসনে শৈবালের জালে॥