এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রবাহিনী
১৬
১৯
আমার সুরে লাগে তোমার হাসি।
যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি॥
দিবানিশি আমিও যে
ফিরি তোমার সুরের খোঁজে
হঠাৎ এমন ভোলায় কখন তোমার বাঁশি॥
আমার সকল কাজই রইল বাকি,
সকল শিক্ষা দিলেম ফাঁকি।
আমার গানে তোমায় ধ’র্ব ব’লে
উদাস হ’য়ে যাই যে চ’লে,
তোমার গানে ধরা দিতে ভালবাসি॥
২০
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাওগো
আমার চোখের পরে আভাস দিয়ে যখনি যাও গে।॥
রবির কিরণ নেয় যে টানি
ফুলের বুকের শিশির খানি
আমার প্রাণের সে গান তুমি তেম্নি কি নাও গো॥