পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৭
গীতগান

আমার উদাস হৃদয় যখন আসে বাহির পানে,
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে। 
কচিপাতা প্রথম প্রাতে 
কী কথা কয় আলোর সাথে, 
আমার মনের আপন কথা বলে যে তাও গো॥ 

২১

আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥
ভ’রে রইল বুকের তলা,
কারো কাছে হয়নি বলা,
কেবল ব’লে গেলেম বাঁশির কানে কানে॥
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,
চেয়ে ছিলেম, চেয়ে-থাকা তারার সাথে
এম্‌নি গেল সারারাতি,
পাইনি আমার জাগার সাথী,
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥

২২

গানগুলি মোর শৈবালেরি দল—
ওরা বন্যাধারায় পথ যে হারায় উদ্দাম চঞ্চল॥
ওরা কেনই আসে যায়বা চ’লে,
অকারণের হাওয়ায় দোলে,