এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিনী
যখন শরৎ কাঁপে শিউলি ফুলের হরষে
নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে।
গভীর রাতে কী সুর লাগায়
আধো ঘুমে আধো জাগায়,
আমার স্বপন মাঝে দেয় যে কী দোল দুলায়ে
২৬
আমি তোমায় যত শুনিয়েছিলেম গান,
তা’র বদলে আমি চাইনে কোনো দান॥
ভুলবে সে গান যদি না হয় যেয়ে ভুলে
উঠবে যখন তারা সন্ধ্যাসাগর কুলে;
তোমার সভায় যবে ক’রব অবসান
এই ক’দিনের শুধু এই ক’টি মোর তান॥
তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি ভুলবে কেমন ক’রে?
সেই কথাটি কবি প’ড়বে তোমার মনে
বর্ষা-মুখর রাতে ফাগুন-সমীরণে;
এইটুকু মোর শুধু রইল অভিমান,
ভুলতে সে কি পারে ভুলিয়েছ মোর প্রাণ॥