এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২১
গীতগান
২৭
সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে,
বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে॥
উধাও আকাশ, উদার ধরা
সুনীল শ্যামল সুধায় ভরা,
মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে,
বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে॥
বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়
চিত্ত আমার ব্যাকুল করে আসা যাওয়ায়।
তোমায় বসাই এ হেন ঠাঁই,
ভুবনে মোর আর কোথা নাই,
মিলন হবার আসন হারাই আপন মাঝে;
বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে॥
২৮
নিদ্রাহারা' রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে?
কোন রজনীগন্ধা হ’তে আনব সে তান কণ্ঠে পূরে॥
সুরের কাঙাল আমার ব্যথা—
ছায়ার কাঙাল রৌদ্র যথা,—
সাঁঝ সকালে বনের পথে উদাস হ’য়ে বেড়ায় ঘুরে॥