পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিনী
১৬

খেলাঘর বাঁধ্‌তে লেগেছি
মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি,
ব’লব কী তোরে॥
প্রভাতে পথিক ডেকে যায়,
অবসর পাইনে আমি, হায়,
বাহিরের খেলায় ডাকে যে,
যাব কী ক’রে॥
যা’ আমার সবার হেলাফেলা,
যাচ্চে গড়াগড়ি,
পুরানো ভাঙা দিনের ঢেল।
তাই দিয়ে ঘর গড়ি
যে আমার নিত্য খেলার ধন,
 তা’রি এই খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে
কিসের মন্তরে॥

দুয়ার মোর পথপাশে
সদাই তা’রে খুলে রাখি