পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৩৪

কেউ বোঝে না তারে,
সে যে বোঝে না আপ্‌নারে,
সবাই লজ্জা দিয়ে যায়, সে ত কানে আনে না॥
তা’র খেয়া গেল পারে
সে যে রইল নদীর ধারে।
কাজ ক’রে সব সারা
এগিয়ে গেল কা’রা,
আনমনা-মন সে-দিক‍্পানে দৃষ্টি হানে না॥

কেন সারাদিন ধীরে ধীরে
বালু নিয়ে শুধু খেলো তীরে।৷
চলে গেল বেলা, রেখে মিছে খেলা
ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে।
অকূল ছানিয়ে যা’ পাও তা’ নিয়ে
হেসে কেঁদে চলো ঘরে ফিরে।৷
নাহি জানি মনে কী বাসিয়া
পথে বসে আছে কে আসিয়া?
কী কুসুম বাসে ফাগুন বাতাসে
হৃদয় দিতেছে উদাসিয়া।
চল ওরে এই ক্ষ্যাপা বাতাসেই
সাথে নিয়ে সেই উদাসীরে॥