পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৭
প্রত্যাশা

১২

আমি এলেম তারি দ্বারে
ডাক দিলেম অন্ধকারে॥
আগল ধ'রে দিলেম নাড়া
প্রহর গেল পাইনি সাড়া,
দেখতে পেলেম না যে তারে॥
তবে যাবার আগে এখান থেকে
এই লিখনখানি যাব রেখে:—
দেখা তোমার পাই বা না পাই
দেখতে এলেম জেনো গো তাই
ফিরে যাই সুদূরের পারে॥

১৩

জ্বলে নি আলো অন্ধকারে,
দাও না সাড়া কি তাই বারে বারে
তোমার বাঁশি আমার বাজে বুকে,
কঠিন দুখে গভীর সুখে,
যে জানে না পথ কাঁদাও তারে॥
চেয়ে রই রাতের আকাশ পানে,
মন যে কী চায় তা মনই জানে ৷