পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৩
প্রত্যাশা

পণ করেছি তোমার হাতে আপনারে
শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে ৷
মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা,
ভোর বেলাকার একলা পথে চলব সোজা,
তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি;
শেষের প্রহর পূর্ণ ক’রে দেবে না কি॥

২২

এবার রঙিয়ে গেল হৃদয় গগন সাঁঝের রঙে।
আমার সকল বাণী হ’ল মগন সাঁঝের রঙে॥
মনে লাগে দিনের পরে
পথিক এবার আসবে ঘরে;
পূর্ণ হবে পুণ্য লগন সাঁঝের রঙে॥
অস্তাচলের সাগর কূলের এই বাতাসে
ক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে।
সন্ধ্যাযূথীর গন্ধ সনে
আসবে পথিক আপন মনে,
আপনি হবে নিদ্রা ভগন সাঁঝের রঙে॥

২৩

পাখী আমার নীড়ের পাখী অধীর হ’ল কেন জানি ৷
সে কি শোনে আকাশ-কোণে ভোরের আলোর কানাকানি॥