পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৯
প্রত্যাশা

৩২

ফিরবে না তা জানি;
আহা তবু তোমার পথ চেয়ে
জ্বলুক প্রদীপ খানি॥
গাঁথবেনা মালা জানি মনে
আহা তবু ধরুক মুকুল আমার বকুল বনে
প্রাণে ঐ পরশের পিয়াস আনি॥
কোথায় তুমি পথ ভোলা
তবু থাক্ না আমার দুয়ার খোলা।
রাত্রি আমার গীতহীনা,
আহা তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা,
তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥

৩৩

আয় আয়রে পাগল ভুলবি রে চল আপনাকে।
তোর একটুখানির আপ্‌নাকে।
তুই ফিরিস্‌নে আর এই চাকাটার ঘুরূপাকে॥
কোন্ ঠাৎ হাওয়ার ঢেউ উঠে
তোর ঘরের আগল যায় টুটে,
ওরে সুযোগ ধরিস্ বেরিয়ে পড়িস্ সেই ফাঁকে,
তোর দুয়ার-ভাঙার সেই ফাঁকে॥