পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৫০

নানান্ গোলে তুফান তোলে চারদিকে,
বুঝিস্‌নে মন ফিরবি কখন কার দিকে।
তোর আপন বুকের মাঝখানে
বাজায় কে যে সেই জানে,
ওরে পথের খবর মিলবে রে তোর সেই ডাকে ৷
তোর আপন বুকের সেই ডাকে।