পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৫
পূজা

১৮

দিন অবসান হ'ল।
আমার আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো॥
অন্ধকারের বুকের কাছে
নিত্য আলোর আসন আছে,
সেথায় তোমার দুয়ারখানি খোলো॥
সব কথা সবকথার শেষে
এক হয়ে যাক মিলিয়ে এসে।
স্তব্ধ বাণীর হৃদয় মাঝে
গভীর বাণী আপনি বাজে,
সেই বাণীটি আমার কানে বোলো॥

১৯

আজি বিজন ঘরে নিশীথ রাতে   আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি?
জানি জানি বন্ধু জানি
তোমার আছেতো হাতখানি॥
চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনো মতে
এখন সময় হ’ল তোমার কাছে আপনাকে দিই আনি॥
জানি জানি বন্ধু জানি
তোমার আছেতো হাতখানি॥