পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৭
পূজা

২১

তোমার হাতের রাখী খানি বাঁধো আমার দখিন হাতে,
সূর্য্য যেমন ধরার করে আলোক রাখী জড়ায় প্রাতে।৷
তোমার আশিষ আমার কাজে
সফল হবে বিশ্ব মাঝে
জ্বল্‌বে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে।৷
কর্ম্ম করি যে-হাত লয়ে কর্ম্ম-বাঁধন তারে বাঁধে।
ফলের আশা শিকল হ’য়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।
তোমার রাখী বাঁধো আঁটি’,—
সকল বাঁধন যাবে কাটি’,
কর্ম্ম তখন বীণার মত বাজ্‌বে মধুর মূর্চ্ছনাতে॥

২২

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে
বুঝি গো রাত পোহালো, বুঝি ঐ রবির আলো
আভাসে দেখা দিল গগন পারে—
সমুখে ঐ হেরি পথ, তোমার কি রথ
পৌঁছবেনা মোর দুয়ারে।৷