পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৯
পূজা

আমি শুনি তোমার আকাশ-পারের তারার রাগিণী
আমার সকল পাশরি।
কানে আসে আশার বাণী
খোলা পাব দুয়ারখানি
রাতের শেষে শিশির-ধোয়া প্রথম সকালে
তোমার করুণ কিরণে॥

২৪

ঐ সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজ্‌লো ভেরী, বালো ভেরী।
কখন আমার খুলবে দুয়ার নাইক দেরি, নাইক দেরি॥
তোমার তো নয় ঘরের মেলা
কোণের খেলা গো,
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরী॥
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া,
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
ভাঙল যাহা পড়ল ধুলায়
যাক্ না চুলায় গো।
ভরল যা তাই দেখনারে ভাই বাতাস ঘেরি আকাশ ঘেরি॥

২৫

যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখধারার ভরাস্রোতে
তারে ডাক দিলে আজ কোন্ খেয়ালে আবার তোমার ওপার হতে