এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৭৮
২
যেদিন সকল মুকুল গেল ঝ’রে
আমায় ডাক্লে কেন এমন ক'রে॥
যেতে হবে যে-পথ বেয়ে
শুক্নে। পাতা আছে ছেয়ে,
হাতে আমার শূন্য ডালা কী ফুল দিয়ে দেব ভ’রে॥
গান হারা মোর হৃদয়তলে
তোমার ব্যাকুল বাঁশি কী যে বলে।
নেই আয়োজন নেই মম ধন,
নেই আভরণ, নেই আবরণ,
রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় রাহু ডোরে
৩
তোমার হ’ল সুরু, আমার হ’ল সারা,
তোমায় আমায় মিলে এম্নি বহে ধারা
তোমার জ্বলে বাতি,
তোমার ঘরে সাথী,—
আমার তরে রাতি,
আমার তরে তারা।৷