পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৯
অবসান

তোমার আছে ডাঙা, আমার পারাবার;
তোমার ব’সে থাকা, আমার খেয়া পার;
তোমার হাতে রয়,
আমার হাতে ক্ষয়,
তোমার মনে ভয়,
আমার ভয় হারা॥

তোমার শেষের গানের রেশ নিয়ে কানে
চ'লে এসেছি,
কেউ কি তা জানে॥
তোমার আছে গানে গানে গাওয়া,
আমার কেবল চোখে চোখে চাওয়া,
মনে মনে মনের কথাখানি
ব'লে এসেছি,
কেউ কি তা জানে॥
ওদের তখন নেশা ধ’রেছিল,
রঙীন রসে প্যালা ভ’রেছিল ৷
তখনো ত কতই আনাগোনা,
নতুন লোকের নতুন চেনাশোনা;
আমি কেবল ফিরে আসার আশা
দ’লে এসেছি,
কেউ কি তা জানে॥