পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৮২

তুমি পথিক আপন মনে
এলে আমার কুসুম বনে,
চরণপাতে যা দাও দ’লে সে সব আমি দেব ঢাকি’॥
বেলা যাবে আঁধার হবে, একা ব’সে হৃদয় ভ'রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে।
বিদায় বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হ’বে,
চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি॥

ভরা থাক স্মৃতি সুধায়
বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায়
ফিরায়ে দিয়ো আনি ৷
বিষাদের অশ্রুজলে
নীরবের মর্ম্মতলে
গোপনে উঠুক ফ’লে
হৃদয়ের নূতন বাণী॥
যে পথে যেতে হবে
সে পথে তুমি একা,
নয়নে আঁধার র'বে,
ধেয়ানে আলোক রেখা।