এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৩
অবসান
সারাদিন সঙ্গোপনে
সুধারস ঢাল্বে মনে
পরাণের পদ্মবনে
বিরহের বীণাপাণি॥
১০
আমার শেষ রাগিণীর প্রথম ধূয়ো ধরলি রে কে তুই?
আমার শেষ পেয়ালা চোখের জলে ভরলি রে কে তুই॥
দূরে পশ্চিমে ঐ দিনের পারে
অস্ত-রবির পথের ধারে
রক্তরাগের ঘোমটা মাথায় পরলি রে কে তুই॥
সন্ধ্যাতারায় শেষ চাওয়া তোর রইল কি ঐ যে?
সন্ধ্যা হাওয়ায় শেষ বেদনা বইল কি ঐ যে?
তোর হঠাৎ-খসা প্রাণের মালা
ভরল আমার শূন্য ডালা,
মরণ পথের সাথী আমায় করলি রে কে তুই॥
১১
যদি হ’ল যাবার ক্ষণ,
তবে যাও দিয়ে যাও শেষের পরশন॥
বারে বারে যেথায় আপন গানে
স্বপন ভাসাই দূরের পানে,