প্রবোধ-চক্ৰোদয় নাটক । 30లి শ্রদ্ধা।—মহারাজ ! শান্তি তার বাসের সন্ধান জেনেই তার কাছে গেছে, কেন তাকে দেখতে পাবে না ? রাজা –কি করে সন্ধান জানতে পারলে ? শ্রদ্ধ। —মহারাজ ! দেবী বিষ্ণুভক্তিতে একথা পূর্বেই বলেছেন যে, উপনিষৎ-দেবী তর্কবিদ্যার ভয়ে, মন্দর-পৰ্ব্বতে বিষ্ণুর-মন্দিরে গীতার সহিত বাস করচেন । রাজা –তর্কবিদ্যা হতে র্তার আবার ভয় কিসের ? শ্রদ্ধা –সে কথা তিনি নিজেই আপনাকে বলবেন । তবে আসুন মহা বাজ! ঐ দেখুন প্ৰভু আত্মাপুরুষ আপনার আগমন প্রতীক্ষায় নির্জন স্থানে বসে আছেন । রাজা –( নির্জনে গিয়া ) প্রভো ! অভিবাদন করি । আত্মাপুরুষ –বৎস! তুমি যে আমাকে প্রণাম করচ—এটা নীতি বিরুদ্ধ ; কেন না, তুমি জ্ঞান-বৃদ্ধ ; উপদেশদানে তুমি আবার পিতৃ স্থানীয় হয়েচ ! পুরাকালে দেবণণ ধৰ্ম্মপথে হ'লে হতজ্ঞান, বলিতেন পুত্ৰগণে উপদেশ করিবারে দান । ধৰ্ম্ম উপদেশকালে সেই পুত্রগণ করিত গো পিতাদের পুত্র সম্বোধন ॥ তুমিও এখন সৰ্ব্বপ্রকারে পিতার স্থায় আমাদের প্রতি ব্যবহার কর— এষ্টটিই ধৰ্ম্ম-সঙ্গত । শাস্তি ।-দেবি । ঐ দেখুন, প্রভু আত্মাপুরুষ মহারাজ বিবেকের সহিত নির্জনে বসে আছেন, ঞ্জর নিকটে গিয়ে প্রণাম করুন। উপ -(আত্মার নিকটে গমন )
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।