পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্রোদয় নাটক । ΣΟ & তাই আমার মনে হয়, পরের অর্থ গ্রহণই তাদের একমাত্র উদেহু । আত্মা –তার পর, তার পর ? উপ।– পথিমধ্যে একদিন দেখিলাম যজ্ঞবিদ্যা আছেন বেষ্টিত কৃষ্ণজিন, অগ্নি, কাষ্ঠ যজ্ঞ পশু, সোমলতা, যজ্ঞাদি-সহিত ; কৰ্ম্মকাও করিতেছে উপদেশ কাৰ্য্যের পদ্ধতি, আর তিনি গুfনছেন হইয়া গো সমুংমুক অতি ॥ আত্মা –তার পর, তার পর ? উপ —তার পর আমি ভাবলেম, এই পুস্তক-ভার-বাহিনী যজ্ঞবিদ্যা কি আমার তত্ত্ব জানতে পারবে ?—আচ্ছ, এর সঙ্গেই নয় কিছুদিন কাটান যকৃ! আত্মা –তার পর ? উপ —তার পর, আমি তার কাছে উপস্থিত হলে, তিনি আমাকে বলেন, “ভদ্রে! তুমি স্কি মনে করে আমার কাছে এসেছ ?" আমি উত্তর করলেম “আমি অনাথ, আপনার সহিত বাস করতে ইচ্ছা করি ” আত্মা –তার পর, তার পর ? উপ।— তিনি বলেন, “তুমি এখানে থেকে কি করবে ?” আমি ह:ल्लम : যাহা হতে হয় এই বিশ্বের উদয়, যাহাতে করয়ে ক্রীড়া, যাতে হয় লয় ;