পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>o প্রবোধ-চন্দ্রোদয় নাটক । এই সমস্ত জগৎ আমাদের পিতার উপার্জিত, আমরা পিতার প্রিয় পুত্র বলে আমরাই সমস্ত আক্রমণ করেছি। আর, তারা রাজ্য অধিকার করতে পাচে না বোলে, পিতাকে ও আমাদের বিনষ্ট করতে উদ্যত হয়েচে । রতি ।–(কর্ণ আবরণ করিয়া ) ও পাপ কথা শুনতে নেই। তারা কি কেবল বিদ্বেষ বশতই এই পাপ কার্য্যে প্রবৃত্ত হয়েচে ? সে যাই হোক, এখন এর উপায় কি ? কাম –প্রিয়ে! এর কিঞ্চিৎ নিগুঢ় কারণ আছে। রতি।—নাথ ! সে কারণটা প্রকাশ কচ্চনা কেন ? কাম।—প্রিয়ে ! তুমি স্ত্রীলোক, স্বভাবতঃ ভীরু, এই জন্তই পাপিষ্ঠ দের সেই দারুণ কাৰ্য্যের কথা তোমার কাছে বলচিনে । রতি –( সভয়ে ) নাথ ! বল না, সে কিরূপ কাজ ? কাম ।—প্রিয়ে ! ভয় পেয়োন ; এইরূপ জনশ্রুতি আছে, আমাদের এই বংশে কাল-রাত্রি-রূপা বিদ্যা নামে এক রাক্ষসীর জন্ম হবে ; সেই হতাশদের এই একমাত্র আশ । রতি —-ওমা কি হবে । তোমাদের কুলে রাক্ষসী ?—শুনে যে আমার হৃৎকম্প হচ্চে । কাম –প্রিয়ে ! এ কেবল জনশ্রুতি । রতি –আচ্ছ, সেই রাক্ষসী জন্মে কি করবে ? কাম –প্রিয়ে ! এইরূপ আকাশ-বাণী আছে :– সেই আদি-পুরুষের গৃহিনী যে মায়া —পরশ না করিয়াও পুরুষের কারা— মন নামে পুত্র এক করে সে প্রসৰ, তাহাতে জন্মিল ক্রমে এই লোক সব ।