ब्लिडीझ खाझ । ---سمه بهینه بo---- দৃশ্ব —বারাণসী। ( দম্ভের প্রবেশ । ) দস্তু —মহারাজ মহামোহ আমাকে এইরূপ আদেশ করেচেন ঃ– "বিবেক-রাজ, আমিত্যের সহিত মিলিত হয়ে, যাতে প্রবোধচন্দ্রের উদয় হয় তদ্বিষয়ে প্রতিজ্ঞ করে’, প্রসিদ্ধ-প্রসিদ্ধ সকল তীর্থস্থানেই শম-দমাদিকে প্রেরণ করেচেন। এখন আমাদের কুলক্ষয় হবার উপক্রম হয়েচে ; অতএব এর প্রতিবিধান করা তোমাদের কর্তব্য ; আর, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুক্তিক্ষেত্র বারাণসী নামক নগরীতে গিয়ে, চতুবিধ আশ্রমীদের মুক্তিতে যাতে ব্যাঘাত ঘটে, তারই তোমরা এখন চেষ্টা কর ।” তাই আমি এখন বারাণসী নগরীকে বিশেষরূপে বশীভূত করে', মহারাজ যেরূপ আদেশ করেছেন—সমস্তই সম্পাদন করেচি । তাই আমার অধিষ্ঠানে CF :- - ধূৰ্ত্তগণ যেগু-গৃহে মুর-গন্ধী মুখ মধু করিয়া সেবন, ' মন্মথোৎসব-রসে সমস্ত চাদিনী রাত করিয়া যাপন, বলে “মোরা সর্বজ্ঞ, মোরা চির-অগ্নিহোত্রী ব্ৰহ্মজ্ঞ তাপস।” এইরূপে জগতেরে করে তার প্রবঞ্চনা হইলে দিবস ॥
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।