ર ૨ প্রবোধ-চন্দ্রোদয় নাটক । অহং —আরে পাপিষ্ঠ ! আমাদের ও কুলশীল আবার পরীক্ষা করতে হবে ? আচ্ছ। তবে শোনে । অত্যুত্তম রাজ্য এক, গৌড় তার নাম —তাহারি গে। রাঢ় দেশে ভূরিশ্রেষ্টী গ্রাম ; সে গ্রামে করেন বাস শ্রেষ্ঠ মোর পিতা, র্তার গুণী পুত্রদের কে না জানে হেথা ? তার মাঝে সৰ্ব্বোত্তম জানিবে তামোরে প্রজ্ঞা শীল বুদ্ধি ধৈৰ্য্যে বিনয় আচারে। দম্ভ –(বটুকে দর্শন ) বটু।–( তাম-ঘটা লইয়া প্রবেশ ) মহাশয় পদপ্রক্ষালন করুন । অহং —(বটুর হস্ত হইতে তাম ঘটা লইয়া ) আচ্ছ এতে আর দোষ কি ? ( তথা করিয়া নিকটে আগমন ) দম্ভ —( দন্ত পীড়ন করিয়া ) ব্রাহ্মণ ! আপনি একটু সরে দাড়ান ; কি জানি, যদি আপনার গায়েব ঘৰ্ম্মবিন্দু বাতাসে এই দিকে উড়ে আসে । অহং —অহে ! অপূৰ্ব্ব এই ব্রাহ্মণ্য! বটু —এইরূপই বটে। দেখুন ব্রাহ্মণ ! যত নবপতিগণ ন পারি? করিতে স্পর্শ ও পদ-যুগল চূড়ামণি-প্রভাজালে পাদপীঠ-ভূমি-দেশ করেন উজ্জল ॥ অহং —(স্বগত) এ দেখচি দন্তের অধিকৃত দেশ ; আচ্ছ, এই আসনে বসা যাক। ( বসিতে উদ্যত ) বটু —( বারণ করিয়া ) ই ই করেন কি ? করেন কি ? ওরুদেবের আসন অন্তে অধিকার কবে ?
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।