প্রবোধ চন্দ্রোদয় নাটক । ২৩ অহং —অীরে পাপিষ্ঠ ! আমি বাও দক্ষিণ রাঢ়ের শুদ্ধাচারী ব্রাহ্মণ, আমরা এ আসনে বসবার উপযুক্ত । শোনরে মুর্থ ! মোদের জননী মিনি —তত শুদ্ধ কুলে জাত নহেন তিনিও যেমন আমার পত্নী —মুশ্রোত্রিয় কুলোৎপন্ন শীলে অদ্বিতীয় ; 曾 তাই জানিবে গো, আমি পিতা হক্টতেও শ্রেষ্ঠ অতি মাননীয় । মম শ্যালকের যে গো বিমাতা-মাতুল পুত্র —মিথ্যা দোষে তয় শাস্তি তার ; সেই সম্বন্ধের বশে স্বগৃহিনী প্রিয়াকেও করিয়াড়ি আমি পরিহার ॥ দম্ভ —তা হলেও, আমার বৃত্তান্ত তে আপনার জানা নেই । দেখুন :– পূৰ্ব্বকালে একবার গিয়াছিনু শোনে বলি ব্ৰহ্মার সদনে ; অমনি গো মুনিগণ উঠিল আসন ছাড়ি’ অামার দর্শনে । অনুমতি লয়ে ব্ৰহ্মা গেময়-সলিলে উরু করিয়া মার্জিত তদুপরি আমারে গো সমাদরে বসালেন হয়ে ত্বরান্বিত । অহং —অহুে! দাম্ভিক ব্রাহ্মণের কি অত্যুক্তি! (চিত্ত করিয়া ) অথবা ইনিই স্বয়ং মূৰ্ত্তিমান দম্ভ। আচ্ছা একে তবে খুব একটু শুনিয়ে দি (সক্রোধে আঃ কেন এত গৰ্ব্ব করিসূ ? ওরে শোন :–
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।