পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদয় নাটক । २१ এইরূপে এরা শুধু জগৎকে নয়—আপনাদেরও বঞ্চনা করচে। মুখ অবয়ব-আদি সৰ্ব্বদেহে সমান যখন, কেমনে থাকিতে পারে ব্রাহ্মণাদি জাতিভেদ-ক্ৰম ? পরের বনিতা এই—ইহা পরধন, মোদের এ ভেদ-জ্ঞান নাহি কদাচন ॥ পরস্ব-গ্ৰহণ, হিংসা, পরস্ত্রী-গমন ব্যভিচার, কাপুরুষেরাই তার কার্য্যাকায্য করয়ে বিচার ॥ বৌদ্ধ শাস্ত্রই প্রকৃত শাস্ত্র—ততে প্রত্যক্ষই প্রমাণ ; ক্ষিতাপ, তেজ মরুদ্ব্যোমই তার তত্ত্ব ; অর্থ কামই পুরুষাৰ্থ ; সে শাস্ত্রমতে পঞ্চভূত হতেই চৈতন্তের উৎপত্তি ; পরলোক নাই ; মৃত্যুই মোক্ষ । আমাদের এই মত অনুসারেই পণ্ডিত বৃহস্পতি একটা গ্রন্থ প্রণয়ন করে চার্কাককে সমর্পণ করেন। সেই চাৰ্ব্বাক্ শিষ্যোপশিষ্যের দ্বারায় এই শাস্ত্র জগতে বহুল প্রচার করেচেন । শিষ্যের সহিত চাৰ্ব্বাকের প্রবেশ । চাৰ্ব্বা ---(শিষ্যের প্রতি ) বৎস! তুমি জেনে, দণ্ডনীতিই প্রকৃত বিদ্য ; অর্থশাস্ত্রও এরই অন্তর্গত। আর, এই তিন বেদ ধূর্বের প্ৰলাপ-বাক্য বই আর কিছুই নয়। কর্তা, ক্রিয়া, দ্রব্য নাশে তবু যদি যাজিকের স্বৰ্গলাভ হয় ।