পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wඑෆ প্ৰবোধ-চক্ৰোদয় নাটক । বেদ-বহিভূত মার্গে হইয়া গো প্রবর্তিত করিছে যা-ইচ্ছা-তাই যত সাধুজন । না কলি, না অামি এ কাজের প্রবর্তক —প্রভুরি প্রভাবে সব হতেছে সাধন ॥ আর, উত্তর দেশের পথিক ও পাশ্চাত্যবাসীরা বেদ পরিত্যাগ করেছে ; কেহ আর শম-দমাদির চিস্তা ও করে না । অন্তত্রেও বেদ এখন কেবল জীবিকা মাত্র হয়ে দাড়িয়েচে । তাই আচৰ্য্য বৃহস্পতি বলেচেন :– অগ্নিহোত্র, তিন-বেদ ত্ৰিদণ্ড ধারণ, আর ভন্মের লেপন —বুদ্ধি ও পৌরুষ-হীন লোকদের জানিবে গে জীবিকা-সাধন ॥ সেই জন্ত কুরুক্ষেত্রাদি স্থানে বিদ্যা ও প্রবোধের যে উদয় হবে, এ কথা মহারাজ স্বপ্নে ও আশঙ্কা করবেন না । মহা --তা বটে, কলি যে মহাতীর্থস্থান-গুলিকে ব্যর্থ করে দিয়েছে। চাব্বা I–আরও কিছু নিবেদন করবার আছে । মহা I–বল । e চাৰ্ব্ব –বিষ্ণুভক্তি নামে মহাপ্রভাব একজন যোগিনী আছে ; যদিও কলির প্রভাবে সৰ্ব্বস্থানে তার গতিবিধি নাই, তথাপি তার অনুগৃহীত ব্যক্তিদের যে আমরা দেখ ব—লে ক্ষমতাও আমাদের নাই । এ বিষয়ে মহারাজের একটু মনোযোগী হতে হবে। মহা –( সভয়ে স্বগত) আঃ! এই প্রসিদ্ধ মহাপ্রভাব যোগিনী স্বভাবতঃই আমাদের বিদ্বেষী ; তাকে উচ্ছেদ করাও কঠিন। আচ্ছা ভাল ( প্রকাশ্যে ) কোন ভয় নাই ; কাম ক্রোধাদি প্রতিপক্ষ