পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ-চন্দ্রোদয় নাটক । "විඳ আরো দেখ — বিদ্যাবান, কীৰ্ত্তিমান, সদাচার পুণ্যবান, উচ্চকুল, পৌরুষ-ভূষণ, —ইহীদের সবfকারে মুহূৰ্ত্তের মাঝে আমি করিতে গো পারি উন্মলন। লোভ –( নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া ) প্রিয়ে তুষ্ণে ! এই দিকে এসে তো । তৃষ্ণার প্রবেশ । তৃষ্ণ –কি বলচ নাথ ? লোভ —প্রিয়ে ! শোনো বলি :– তুমি যদি তৃষ্ণ দেবি, প্রসন্ন হইয় কর তব তুঙ্গ অঙ্গের বিস্তার, তাহা হলে প্রাণী যত, —আশা-স্বত্র-বদ্ধ-মন— কোথা পাবে বল শাস্তি আর ? ক্ষেত্র, গ্রাম, বন, অস্ত্রি, পত্তন, নগর, দ্বীপ, সকল ধরণী লভিলেও আরো চা'লে, লক্ষ ব্ৰহ্মাণ্ডেও তৃপ্তি না"হুকে কখনি ॥ তৃষ্ণ –নাথ ! আমি তো স্বয়ং এর জন্ত নিত্য নিযুক্ত, আবার সম্প্রতি আচাৰ্য্য-পুত্র যেরূপ আজ্ঞা করেচেন তাতে কোটি ব্রহ্মাণ্ডেও আমার উদর-পূৰ্ত্তি হবে না । ক্ৰোধ –হিংসে! এই দিকে এসে তো। হিংসার প্রবেশ । হিংসা —এই আমি এসেছি—আমাকে ডাক্‌চ কেন নাথ ?