পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 প্রবোধ-চন্দ্রোদয় নাটক । করুণা –( সাশ্র লোচনে ) সখি ! বিষম অগ্নি-শিখা-প্রদীপ্ত শলাকার মত এরূপ দুঃসহ বাক্য বলে তুমি যে আমাকে প্রাণে বধ চ । বলি, তুমি একটু ধৈর্য্য অবলম্বন কর দিকি । এসে আমরা ততক্ষণ মুনিগণের আশ্রমে, বহুবিধ মহাত্মা-জনে অলঙ্কত ভাগীরথী-তীরে, ইতস্ততঃ একবার ভাল করে অন্বেষণ করে দেখি। বোধ হয় তিনি মহামোহের ভয়ে কোথাও লুকিয়ে আছেন । শাস্তি —সখি ! কোথায় আর অন্বেষণ করবে বল । সন্ন্যাসীদিগের বাস —নদীকুল নীবার-চিহ্নিত, ষাজ্ঞিকগণের গৃহ —সমিৎ চমস বিকীরিত, অন্বেষণ করিলাম চারি আশ্রমীর যত স্থান, কোথাও না পাইলাম শোনে সখি তাহার সন্ধান ॥ করুণ। —তিনি সতাই যদি শ্রদ্ধা হম তাহলে ত্রীর মত লোকের এরূপ দুৰ্গতি কখনই হতে পারে ন৷৷ শান্তি —সখি ! বিধাত প্রতিকূল হলে ੇ না ঘটতে পারে ? দেখঃ– দশানন রাক্ষসের লঙ্কাপুর-মাঝে ছিল লক্ষ্মী-সম সীতা ; ভগবতী বেদত্ৰয়ী , পাতালে দানব দ্বারা হইল গো নীতা ; দৈত্যেন্দ্র পাতাল-কেতু মদালস নামে সেই গন্ধৰ্ব্ব-দুহিতারে করিলা হরণ ;