পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

30 প্ৰবোধ-চক্ৰোদয় নাটক । কি বলচ ?—ঞ্চযিদেব সেবা কিরূপ—এই কথা জিজ্ঞাসা করচ ? দূর হতে প্ৰণমিবে তাদের চরণ, সৎকার করবে দিয়া মিষ্টীম ভোজন ; তব পত্না-পরে যদি কতু পড়ে তাহাদের চোখ, ঈর্ষা কৰ্ত্তব্য নয়, —পাপ জেনে সে ঈরিষা-কোপ । ( নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া ) ওগো শ্রদ্ধে ! এই দিকে এসেতে। একবার } উভয় –( সভয়ে অবলোকন ) দিগম্বর-সিদ্ধান্তের সদৃশ বেশ-ধারিণী শ্রদ্ধার প্রবেশ । শ্রদ্ধা –কি আজ্ঞা করচেন মহাশয় ? শাস্তি –( মূচ্ছিত হইয়া ভূতলে পতন ) দিগ –দেখ শ্রদ্ধে ! তুমি সাধকদের ছেড়ে এক মুহূৰ্ত্তও কোথাও ষে শুনা | শ্রদ্ধা — যে অজ্ঞে । (প্রস্থান) ককণা –প্রিয় সখি ! শাস্ত চও, শাস্ত হও , নাম শুনেই ৬য় পেয়ো না। আমি মস্তিক ও নাস্তিক এই উভয মতাবলম্বনী অহিংসার কাছে শুনেছি, পাষণ্ডদের সঙ্গে তমোগুণের একটি কন্যা আছে, তাব ও নাম শ্রদ্ধা ; তাই, এইচ্ছে তামসী শ্রদ্ধা ! শাস্তি –( আশ্বস্ত হইয়া ) সখি ! তাই বটে। সদাচারী জন যেগো কেমনে হইবে হ্রাচার ? প্রিয় দরশন যেগো কিসে হবে এ দুর্গাত তার ?