প্রবোধ-চক্ৰোদয় নাটক । &G তাই বলি, জননীর অসম্ভব এ হেন আকার ॥ আচ্ছা চল, একবার বৌদ্ধদের গৃহে গিয়ে অনুসন্ধান করা যাক। ( পরিক্রমণ ) পুস্তক হস্তে বৌদ্ধ ভিক্ষুকের প্রবেশ । , ভিক্ষু —(চিস্তা করিতে করিতে ) নিরাত্মক এই সব ক্ষণস্থায়ী উপস্থিত মানসিক ভাব বাহিরে অর্পিত হয়ে । বহির্জগৎরূপে হয় আবির্ভাব । এক্ষণে সে স্থায়ী জ্ঞান অখিল বাসনা হতে হইয়া বিচুত o —বিষয়োপরাগ-হীন— দেখ কিবা মূৰ্ত্তি পায় হইয়া বিমুক্ত ৷ (পরিক্রমণ পূৰ্ব্বক শ্লাঘা-সহকারে) অহো! এই বৌদ্ধধৰ্ম্মষ্ট শ্রেষ্ট, যেহেতু এতে মুখ মোক্ষ দুইই আছে। দেখঃ– মনোহর গৃহে বাস ; আরামে উপবেশন। সুখকর সুন্দর আসনে ; মনোমত বেহা-সেবা ; দ্রব্যাড্রব্য কালাকাল বিচারাদি নাহিক অশনে ; মৃদ্ধ আস্তরণ-শয্যা ; আনন্দে যাপন আর জ্যোস্না-রাত্রি যুবতীর সনে ॥ করু —দেখ সখি ! তরুণ তাল-তরুর মত দীর্ঘকায় মুণ্ডিত-মস্তক শিখাধারী, রক্ত-বস্ত্র-পরিধান কে ও লোকটি এই দিকে অসূচে ?
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।