প্রবোধ-চশ্রোদয় নাটক । • অবশিষ্ট সে রুধির করিবে তাহার শেষে পান । (থঙ্গ উত্তোলন) । দিগ।—( সভয়ে ) মহাশয় । অহিংস পরমোধৰ্ম্ম । ( ভিক্ষুকের ক্রোড়ে প্রবেশ ) ভিক্ষু —( কাপালিককে নিবারণ করিয়া ) আহাঁ, কৌতুকচ্ছলে একটা বাকৃবিতণ্ডা হচ্ছিল, এর দরুণ বেচারাকে প্রহার করা কি উচিত ? সোম —( খড়গ ফিরাইয়া লইয়া স্থির ভাবে অবস্থান ) দিগ -( আশ্বস্ত হইয়া ) মহাত্মন্। যদি আপনি ক্ৰোধ সংবরণ করে’ থাকেন, তবে পুনৰ্ব্বার কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করি । সোম।—জিজ্ঞাসা কর । দিগ।--আপনার পরম ধৰ্ম্মের কথা তো শুনলেম, এখন জিজ্ঞাগ করি, আপনার মতে মোক্ষ কিরূপ ? সেমি -—শোন তবে : বিষয়-আনন্দ ছাড়ি’ বল দেখি সুখ-বস্তু দেখা গেছে কোথা ? জীবের আত্মায় ੇ যে মুকতি—কে চাহে সে উপল-অবস্থা ? চন্দ্র-চুড়-বপু ধরি’ পাৰ্ব্বতীর প্রতিরূপ প্রেয়সীরে মহনন্দে করি আলিঙ্গন যেই জন ক্রীড়ামোদে ' সুখে বিচরণ করে সেই মুক্ত—বলেন গে দেব ত্রিলোচন ৷
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।