পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8 , প্ৰবোধ-চক্ৰোদয় স্নাটক । হও যদি কাপালিনি মম প্রেমাবদ্ধ, কি করিবে পত্নী মোর ক্ষুদ্র সেই শ্রদ্ধা ? আহা ! কাপালিক দর্শনই একমাত্র মুখ-মোক্ষের সাধন । ওগো আচাৰ্য্য মহাশয় ! আমি এখন থেকে আপনাদের দাস হলেম, আমাকেও মহা-ভৈরব ধৰ্ম্মে দীক্ষিত করুন। .সাম – তোমরা বোসে । উভয়ে – (উপবেশন ) সোম –(সুরাপাত্ৰ আনিয়া ধ্যানে মগ্ন ) শ্রদ্ধা –স্বরায় পাত্র পুর্ণ কবেচি । সোম।—(পান করিয়। অবশিষ্ট সুর ভিক্ষুক ও দিগম্বরকে অর্পণ ) এই পবিত্র ভৰ-মহৌষধ-অমৃত পান কর । এই ভব-মহৌষধ - পবিত্র অমৃত কর পান

  • 현-어t-C Cal

—ভৈরর ধর্ম-অনুষ্ঠান ॥ উভয়ে –( পরামর্শ ) দিগ —আমাদের অর্হং ধৰ্ম্মে সুরাপান নাই । ভিক্ষু —কাপালিকের উচ্ছিষ্ট সুরা কিরূপে প্লান করি ? কাপা –কি পরামর্শ হচ্চে ? ( শ্রদ্ধার প্রতি ) প্রিয়ে ! এখনও এদের পশুত্ব যাইনি ; তাই এরা আমার উচ্ছিষ্ট স্বরা অপবিত্র মনে করচে। অতএব, তোমার মুখম্পর্শে পবিত্র করে তারপর এদের অর্পণ কর ; কেননা শাস্ত্রকাবকের বলেন, “স্ত্রীমুখ সদা-গুচি” । শ্রদ্ধা ।-ষে আঙ্কে । ( পানপাত্র গ্রহণ করিয়া পীতাবশিষ্ট প্রদান ) ভিক্ষু —এ মহাপ্রসাদ। (চষক গ্রহণ করিয়া পান ) আহা ! এ মুরার কি সৌরভ, কি মাধুৰ্য্য!