পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&\g গ্ৰবোধ-চন্দ্রোদয় নাটক । সোম — এষ্ট ধৰ্ম্ম কেমন চমৎকার । দেখঃ — এ ধরমে যাহারা গো কৰিয়াছে মুক্তি লাভ --লভিয়াছে মহাসিদ্ধি না তাজি’ বিষয়-রাগ ; আকর্ষণ, সম্মোহন প্রেমথন, প্রক্ষোভন উচ্চাটন আদি বলে যাম সে সব তো ক্ষুদ্র সিদ্ধি— বিদ্যাবান সাপকের সে সকল যোগ অস্তুরায় ৷ দিগ । —( উন্মত্ত হইয়: ) ০পে কাপাণিক ! অথবা ওবে সাচার্য্য ! অথব। ওরে আচার্য্য-মশায় । - ভিক্ষু — উচ্চৈঃস্ববে হাসিয়া ) শুরাপানে অনভ্যাস-বশত ও দেখ চি মাতাল হয়ে পড়েছে–ওল এখন নেশা ছুটিয়ে দিন। সোম — আচ্ছা তাই করাচ । ( স্বমুখোচ্ছিষ্ট তাম্বল দিগম্বরকে প্রদান ) দিগ –(সুস্থ ইস্যা ) আচার্য মহাশয় ! জিজ্ঞাস কবি, মুর আহরণে আপনার যেরূপ ক্ষমতা, স্ত্রী-পুৰুষ প্রভৃতি আকর্ষণে ও কি আপনার সেইরূপ ক্ষমতা আছে ? সোম –তুমি অত কেন জিজ্ঞাসা কবচ ? দেখ :– কিবা বিদ্যাধরী কিবা স্বগ সুরঙ্গনা, নাগ-কষ্ঠ অথবা গো ঘক্ষের ললনা, এতিন ভূলন মাঝে ঘারে চাচি আমি তাছাকে ঠ বিদ্যা-বলে হেথা টেনে আনি ॥ দিগ ।-- ০.ষ্ট । আমি গণনা করে জেনেছি, আমরা সবাই মহামোহেব किक६ ।। উভয়ে —বাপু, তুমি ঠিকৃষ্ট জেনেছ । দিগ।—এখন তবে রাজ-কাৰ্য্য কি করতে হবে,এসে তারি মন্ত্রণ করা মাক । সেীম –কি কাজ ?—বল ।