প্রবোধ-চন্দ্রোদয় নাটক । 曾为 ङ्किङ्गखझ उग्रश्हझ সকোপ কুটিল ঘোর রক্তিম লোচনে করিলেন দৃষ্টিপাত ;– অমনি সে নভ হতে পড়িল গো ভূমে বজ্ৰাহত শিলা-সম, —জর্জরিত ভগ্ন অস্তি হয়ে সে পতনে । মৈত্রী –ব্যাস্ত্রীর মুখ হতে চরিণীর ন্যায়—কি ভাগি শ্রদ্ধ ভৈরবীর হাত থেকে রক্ষা পেলেন । তার পর প্রিয়সখি, তার পর ? শ্রদ্ধা !—তার পর, দেবী বিষ্ণুভক্তি নিরুদ্বিগ্ন হয়ে আমাকে বল্লেন ; “দেখ শ্রদ্ধে ! দুরাত্ম! মহামোহ আমাকে বড়ষ্ট অবজ্ঞা করে ; আমি তাকে সমুলে বিনষ্ট করব। আর তুমি বিবেকের নিকটে গিয়ে বণ, তিনি যেন কামক্রোধাদিকে জয় করবার জন্ত এখনি উদ্যোগ করেন ; তাহলেই বৈরাগ্যের প্রাদুর্ভাব হবে । আমিও প্রসন্ন হয়ে যথাসময়ে প্রাণায়ামাদি-দ্বারা তোমাদের সৈন্তকে অকুপ্রাণিত করব ; আর ঋতসম্ভাব আদি দেবীরাও, শান্তি আদির কৌশলে, বিবেকের সহিত উপনিষদ দেবীর সম্মিলনে যাতে প্রবোধের জন্ম হয়, তার উপায় চিন্তা করবেন।" তাই আমি এখন বিবেকের নিকট যাচ্চি। তুমি এখন কি করে দিন কাটাবে বল দিকি সখি ? মৈত্রী – আমি এখন বিষ্ণুভক্তির আজ্ঞায়, মুদিত দয়া ও উপেক্ষ এট তিন ভগিনীকে সঙ্গে নিয়ে, বিবেকের কার্য্য-সিদ্ধির নিমিত্ত মহাত্মা সাধুদের হৃদয়ে বাস করব। সুধীজন-প্রতি তারা - করিবেন মিত্র-ব্যবহার
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।