পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓቂ w প্রবোধ-চক্ৰোদয় নাটক । রাজা –( দেখিয়া সহর্ষে ) একি ! এ যে সেই দেব র্যারে পুরাবেত্তাগণ এ ক্ষেত্রের আত্মারূপে করেন কীৰ্ত্তন । eেথা পুণ্যবান লোক ত্যজি’ দেহ, শেষ মুক্তি লভি যার মধ্যে করে গো প্রবেশ । সারথি —মহারাজ ! দেখুন, দেখুন,—এই কাম ক্রোধ লোভ আদি আমাদের দর্শন মাত্রেই দুরে পলায়ন করচে। রাজা –তাই বটে। এসো এখন আমরা ভগবান দেব আদি-কেশবকে নমস্কার করি । ( রথ হইতে নামিয়া, প্রবেশ ০ অবলোকন করিয়া ) জয় জয় ভগবন! দেব-সেনা-চুড়ামণি-শ্রেণী লুষ্ঠিত ওপাদপদ্মে ; আৰ তারি নখর-প্রভায় তব পাদপীঠ-দ্যুতি বিমিশ্ৰিত ; তুমি দ্বৈত-ভ্রাস্তিসস্তপ্ত ত্রিলোকের ভ্রম-নিদ্রা হরণে সুদক্ষ ; বরাহ-মুরতি ধরি জলমগ্ন পৃথিবীরে তুমি উদ্ধারি’ল ; তাতে ক্ষিন্ন হ’ল তব দংষ্ট্রাগ্রভাগ ; তবু সেই দংষ্ট্রাগ্রে বিদরিলে কত মঙ্গগিরি। বামনের পাদদ্বয়ে লোকদ্বয়ে হলে তুমি ব্যাপ্ত ; শ্ৰীকৃষ্ণেব দেহ ধরি’ বাহুবলে কুরি উত্তোলন মহ! গোবৰ্দ্ধনগিরি-ছত্ররূপে করি তা ধারণ, ইন্দ্রকৃত আকস্মিক সুপ্রচও অতি বৃষ্টি হতে রক্ষিলে গোকুল-জনে, বিস্মিত করিয়া সৰ্ব্ব জন । বিধবা করিয়া সব অস্বর-বধূরে—প্ৰভু ওগো— তাদের সীমন্ত-হতে সিন্দূর করিয়া অপনীত লেপন করিলে তাহ স্বৰ্য্য-দেsে;—তাই সেগে এৰে লোহিত-বরণ ; আর, যবে নর-সিংহরূপ ধরি’