পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ-চক্ৰোদয় নাটক । v» যাও চলি ম্লেচ্ছ-দেশে ; নতুবা খড়গাঘাতে প্রতি অঙ্গ হবে খান-থান ; তাহা হতে বিগলিত রক্তধারা পান করি’ ফেব্রুগণ সব ফেউ ফেউ ব্লব করি’ মহানন্দ প্রকাশিয়া করিবে উৎসব । বিষ্ণু —তার পর—তার পর ? শ্রদ্ধা ।—তার পর, দেবি ! মহামোহ ললাট-তটে বিকট ক্রকুটি বিস্তার করে’ বলে –“হতভাগা বিবেক এই দুনীতির ফল ভোগ করুক" ; আর, এই কথা বলে', অতিপাষণ্ডদের সহিত পাষণ্ড-শাস্ত্র-সকলকে যুদ্ধে পাঠালে। তারপর, আমাদেরও সৈন্তগণের সম্মুখে,— পুরাণ বেদ-বেদাঙ্গ স্মৃতি-আদি ধৰ্ম্মশাস্ত্র আর ইতিহাস –এই সবে বিভূষিতা সরস্বতী হইলেন সহসা প্রকাশ ॥ বিষ্ণু --তার পর, তার পর ? শ্রদ্ধt —তার পর, বৈষ্ণব-শৈবাদি সৰ্ব্বশাস্ত্র দেবীর নিকটে এসে উপস্থিত হলেন । বিষ্ণু —তার পর ? শ্রদ্ধা !—তার পর ঃ– মীমাংসা ও স্থায় সাংখু মহাভাষ্য-শাস্ত্রাদিতে হয়ে পরিবৃত, স্থায়শাস্ত্র শতবাহু বিস্তারিয়া, দিকদশ कतिि' डेन्डाजिङ,