প্রবোধ-চন্দ্রোদয় নাটক । tyలి জলের প্রবাহ-সব নানা পথ দিয়া যথা শেষে অসি’ জলধিতে হয়গো পতন ; সেইরূপ নানা শাস্ত্র ভিন্ন পথে, বেদ-মূল জগদীশ্বরেষ্ট সবে করে নিরূপণ ॥ বিষ্ণু —তার পর ?-- শ্রদ্ধা ।—তার পর দেবি ! সহস্রধারায় অজস্র শরবর্ষণ করে’ উভয় পক্ষের চতুরঙ্গিণী-সেনা পরস্পর তুমুল সংগ্রামে প্রবৃত্ত হল । বহুল শোনিত-নদী খরবেগে হল প্রবাহিত ; মাংস-পঙ্কে কঙ্ক-পক্ষী বসে সবে হইয়া ক্ষুধিত । শর-হত হয়ে যত উহু,দ মাতঙ্গ পড়ে পৰ্ব্বতের প্রায়, - তাহে স্রোতোবেগ লাগি, প্লবমান ছত্র-সম চূর্ণ হয়ে যায় ॥ সেই দারুণ সংগ্রামে বৌদ্ধশাস্ত্র, পাষণ্ড-শাস্ত্রের অগ্রে ছিল ; ওদের মধ্যে পরম্পর বিরোধ থাকায়, পরম্পরের মদনে বৌদ্ধ-শাস্ত্রের বিনাশ হল। এইরূপে, পাষণ্ড-শাস্ত্র নির্মুল হয়ে বেদাস্তাদি শাস্ত্র-স্রোতে ভেসে গেল। এই দেখে বেীদ্ধের সিদ্ধ, গান্ধার, পারসীক, মগধ অঙ্গ কলিঙ্গ প্রভৃতি দেশে প্রবেশ করলে? পাষও দিগম্বর সিদ্ধান্ত, কাপালিক লোমসিদ্ধাস্তু প্রভৃতির পামর-পূর্ণ পাঞ্চাল, মালব, আভীর দেশে গিয়ে .গুপ্তভাবে বিচরণ করতে লাগল ; আর নাস্তিকদের তর্কশাস্ত্র-সকল গু,
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।