Ն 8 প্রবোধ-চন্দ্রোদয় নাটক । ন্তায় ও মীমাংসার দারুণ প্রহারে জর্জরিত হয়ে, বৌদ্ধশাস্ত্রের পশ্চাদগামী হল । বিষ্ণু —তার পর, তার পর ? শ্রদ্ধা ।—তার পর, বস্তুবিচারের দ্বারা কাম হত হল ; ঐেণধ হিংসা ও নিষ্ঠুরতাদের সংহার করলেন ক্ষমা ; লোভ তৃষ্ণ দৈন্যাদি চৌর্য্য মিথ্যাবাদ, প্রতিগ্রহ—এদের দমন করলেন সন্তোষ । আর, আনস্বয়া জয় করলেন মাৎসর্য্যকে, ও পরোৎকর্ষ-কামনা জয় করলেন মদকে । বিষ্ণু —তা বেশ হয়েছে ; এখন মহামোহের সংবাদ কি ? শ্রদ্ধা।—দেবি ! মহামোহ যোগ-ব্যাঘাতের সহিত কোথায় যে লুকিয়ে আছে তা কিছুই জানা যাচ্চে না । বিষ্ণু —তবে তো দেখ চি মহা-অনর্থের অবশিষ্ট এখনও কিছু রয়েছে ; এখনি এর পরিহার করা কৰ্ত্তব্য । কেনন। — পরম-সম্পদ-কামী বিজ্ঞ জন উপেক্ষা করিয়া অগ্নি-শেষ, ঋণ-শেষ শক্ৰ-শেষ মা দেয় রাখিয়া ॥ আচ্ছ, মনের সংবাদ কি বল দিকি ? , শ্রদ্ধ। —দেবি । তিনি ও পুত্র পৌত্রাদির বিনাশ-জনিত শোকে অত্যন্ত কাতর হয়ে জীবন বিসর্জন করতে উদ্যত হয়েছেন । বিষ্ণু –( ঈষৎ হাসিয়া) তার জীবন গেলে, আমরা তো সবাই কৃতার্থ হই, আত্মাপুরুষও পরম শাস্তি লাভ করেন ; কিন্তু তাঁর মৃত্যু কোথায় ? শ্রদ্ধা।—দেবি ! আপনি যে প্ৰবোধের জন্মদানে কৃতসংকল্প হয়েছেন, সেই এবোধের উদয় হলেই, মন আর শরীরের সঙ্গে থাকৃতে পারবে না।
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।