প্ৰবোধ-চক্ৰোদয় নাটক । & ক্ষিতিতলে * অবতীর্ণ হ’য়ে, পৌরুষের কার্ষ্য সকল সম্পাদন করে', পরে আবার শান্তিলাভ করেন। পরশুরামও আর এক দৃষ্টাম্ভস্থল – একবিঙশতি বার বহুসংখ্য নৃপতির বসামাংস মসূতিষ্ক-পঙ্কের মাঝারে, বিগলিত রুধিয়ের সরিৎ-সলিল-শ্রেীতে অভিষেক করিল। গো যিনি আপনারে ; ৰূপ-বাহুচ্ছেদ-পটু সুতীক্ষু পরশু দিয়া বধিলেন যিনি বাল-বুদ্ধ-বনিতারে —নজ বীর্ঘ্যে পৃথ্বী-ভার করিয়া লাঘব উচ্ছেদ করিয়া রণে নৃপকুল সব,— প্রজ্জ্বলিত-কোপ সেই ঋষি জমদগ্ন্য তপ করি’ হন শেষে শাস্তিরসে মগ্ন ॥ সেইরূপ, ইনিও এখন জয়লাভ করে' পরম শাস্তি-নিষ্ঠা লাভ করেছেন। যেমন বিবেক প্রবল মোককে পরাভূত করে তত্ত্বজ্ঞান উৎপাদন করে, সেইরূপ এই গোপাল ও কর্ণকে পরাজিত করে” মহারাজ কীৰ্ত্তিবৰ্ম্মার আধিপত্য স্থাপন করেচেন । নেপথ্যে —আরে পাপিষ্ঠ নটাধম! কি ?—আমরা জীবিত থাকৃতে, বিবেকের নিকট আমাদের প্রভু মহামোহের পরাজয়ের কথা বলচিল ? স্বত্র ;–( সভয়ে দেখিয়া ) এই যে ! উত্তঙ্গ পীবর কুচে করিয়া পীড়ন দুই ভুজে রতি র্যারে করে আলিঙ্গন —এ হেন শ্ৰীমান কাম, नब्रटनग्न जछिब्रांग মদঘূর্ণিত-লোচন,
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।