পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵԵ প্রবোধ-চক্ৰোদয় নাটক । প্রিয়া নামে ক্লেশবাশি –বিষ-বহ্লিবীজ সেই— করে নয় প্রথমে বপন ; শীঘ্ৰ তাহা হয়ে কয় অশনি-অনল-গর্ভ স্নেহময় অঙ্কুর উদগম ; তাহা হতে জনমিয়া শত দীপ্ত শাখাযুক্ত & শোক-দ্রম যত তুষের অনল সম মানব-শরীর করে দগ্ধ অবিরত ৷ মন –দেবি ! স্নেহ বশতই এষ্টরূপ হয় তা আমি জানি, তবু শোকাগ্নিদগ্ধ প্ৰাণ আর অামি ধাবণ কলতে পারচি নে । যাইহোক, অস্তিমকালে যে আপনার দর্শন পেলেম এই আমার পরম সৌভাগ্য। সরস্বতা –দেখ, আত্মহত্যার চেষ্টাও অত্যন্ত গৰ্হিত । তা ছাড়া, এই অপকারীদের জন্ত তোমার কেন এত শোকাবেগ ? দেখ :– এ অপতা-বান্ধবাদি করেন, করেনি কহু, কপনষ্ট কবিবে না তব উপকার ; উহার গো মনুষ্যের স্বগের মিমিত্ত নহে —বিচ্ছেদে মরমচ্ছেদ হয় মাত্র সার । তবু হায় জীবগণ তাঁহাদেরি তবে দেশ কতষ্ট আয়াস ক্লেশ সঙ্গে অনিবার । তাছাড়া তাদের জন্ত ঃ– কত ভর-নদী তুমি না বেছ পায় ; কত না গো লঙ্ঘিয়াছ পৰ্ব্বত পাহাড় ; কত হিংস্র জীবপূর্ণ স্বভীষণ বনভূমে করেছ প্রবেশ ;