পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদয় নাটক । 33 —অচিস্ত ঔষধ তার —উছাতেই হয় প্রতীক৷র ॥ মন –ভগবতি ! একখা সত্য ; কিন্তু আমার চিত্ত যে নিবার । বাতাহত মেঘ যথা ইন্দু বিম্বে বারম্বার - করে আচ্ছাদন, g সেক্টরূপ চিন্ত{-রাশি অভিভূত করে চিন্ত না মানি’ বারণ ॥ সর – বৎস, শোনে বলি, তুমি তবে শান্তিরসাশিত কোন পুষয়ে চিত্ত নিবেশ কর । মন –সে শাস্তিরসাত্রিত বিষয়টি কি, ভগবতি আজ্ঞা করুন । সর –বৎস ! যদি ও সেটি গোপনীয়, তথাপি শোকার্ভ ব্যক্তিকে সে বিষয়ের উপদেশ দিতে দোষ নেই । স্মরণ করিবে নিত্য জলধর-হ্যাম সে হরিরে —কেউর-কুণ্ডল হার মুকুটাদি ধৃত যে শরীরে । কিম্বা ব্রহ্মে হয়ে মগ্ন —যিনি শুদ্ধ আনন্দ কেবল— লভহ আত্মার শাস্তি গ্ৰীয়ে যথা হ্রদ সুশীতল ৷ মন –(চিত্ত করিয়া দীর্ঘনিঃশ্বাস ) ভগবতি । আপনিই আমাকে ত্ৰাণ করলেন । ( পদতলে পতন ) সব –বৎস! এখন তোমার হৃদয় উপদেশ-সহিষ্ণু হয়েচে—এখন তবে আরও কিছু উপদেশ দি শ্রবণ কর।